বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. জহরুল হককে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।

এই ভর্তি কমিটি পরীক্ষার দিনক্ষণ থেকে শুরু করে এ সম্পর্কিত যাবতীয় কার্য সম্পাদন করবে। রবিবার (৩ নভেম্বর) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।  

এ বিষয়ে আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. জহরুল হককে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। এখন কমিটি সবকিছু নির্ধারণ করবে।

জানা গেছে, গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তাছাড়া, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সাধারণত মেডিকেল কলেজগুলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও সেই ধারা বজায় রেখে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে বুয়েটের ভর্তি পরীক্ষার কমিটি শিগগির ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে


সর্বশেষ সংবাদ