কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত জানা যাবে কাল

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামীকাল শুক্রবার (৮ মার্চ)। এদিনে ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এবার প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আহবায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।

তিনি বলেন, ভর্তি আবেদন গ্রহণ, আবেদন ফি, আবেদনের যোগ্যতাসহ সবকিছুর খসড়া তৈরি করা হচ্ছে। ৮ মার্চ (শুক্রবার) কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি সভা হবে। ওই সভায় চূড়ান্ত করা হবে সবকিছু। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৯৩ জন

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 


সর্বশেষ সংবাদ