রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের অবিজ্ঞান ও ব্যবসা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে সকাল ১০টা পর্যন্ত। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৭ জন শিক্ষার্থী। 'বি' ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ।

তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত 'সি' ইউনিটের অ-বিজ্ঞানের ৩৯০০০১-৩৯১৭৭৭ রোল, দ্বিতীয় শিফটে 'বি' ইউনিটের (বাণিজ্য) ২১০০০১-২২৫৬২৫ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ২৫০০০১-২৬৮৯১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা নিয়ে উপাচার্য বেলা সাড়ে ১১টায় ডিনস্ কমপ্লেক্সের সামনের চত্বরে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 'বি' ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। 'বি' ইউনিটে ৫১৫টি সিটের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছে ৩৪ হাজার ৫৪১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৬৭ জন।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, মঙ্গলবার বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিট এবং গতকাল 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে এ কেমন ভুল! 

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে৷ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 


সর্বশেষ সংবাদ