প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১০:১১ AM , আপডেট: ০২ মার্চ ২০২৪, ১০:১৫ AM
২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
প্রার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দয়া করে মনে রাখবেন যে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন বা স্থানান্তর অনুমোদিত নয়। এটি দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।’
প্রকৌশল গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর আগে ১৮ ফেব্রুয়ারি একদফ এবং পরে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন: চবির ভর্তিযুদ্ধ শুরু আজ, আসনপ্রতি লড়বেন ৪৯ ভর্তিচ্ছু
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য যে সব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তাঁদের Application ID অনুসারে রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্র একসঙ্গে সংযুক্ত করা হয়েছে।
আবেদনকারীর ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট কেন্দ্রে কক্ষ নম্বরভিত্তিক আসনবিন্যাস সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।