মেডিকেল ভর্তির ফল পাওয়া যাবে কখন, জেনে নিন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ  © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে আজ রোববার (১১ ফেব্রুয়ারি)। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এরপরই ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। তিনি বলে, বেলা আড়াইটায় সংবাদ সম্মেলনের পর ফল ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে জানা যাবে। এ জন্য ১৫ মিনিট থেকে আধাঘণ্টা হয়তো দেরি হবে ফল পেতে।

এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। এবার সরকারি বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

আরো পড়ুন: যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে।

পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ