আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ  © ফাইল ছবি

আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সরকারি ‘আর্মড ফোর্সেস মেডিকেল’ কলেজ ও ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী রবিবার (১৪ জানুয়ারি) থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এবার ভর্তি আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা। এসব মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ