ঢাবির লোক প্রশাসন বিভাগে এমপিএ প্রোগ্রামে ভর্তি শুরু

ঢাবি
ঢাবি  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ এমপিএ প্রোগ্রামের দশম ব্যাচে ভর্তি আবেদন শুরু। ভর্তির আবেদন চলবে ৩০ জুলাই পর্যন্ত। আগস্টে এর ভর্তি পরীক্ষা। সর্বমোট ৫২ ক্রেডিটের এই প্রোগ্রাম চলবে তিনটি সেমিস্টারে।

আবেদনের যোগ্যতা:

যেকোনো ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রি (সিজিপিএ কমপক্ষে ২.৫)। 

ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিনে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৩

ভর্তি পরীক্ষা: ৪ আগস্ট ২০২৩

ক্লাস শুরু: ১১ আগস্ট ২০২৩

বিভিন্ন ফি:

আবেদন ফি: ১০০০ টাকা

রেজিস্ট্রেশন/ভর্তি ফি: ১২০০০ টাকা

কোর্স ফি: প্রতি ক্রেডিট ৪০০০ টাকা

মোট ক্রেডিট: ৫২

ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য:

মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় লিখিত এবং মৌখিক উভয়টি থাকবে। এর মধ্যে লিখিত ৬০ ও মৌখিক পরীক্ষায় থাকবে ২৫ নম্বর। বাকি ১৫ নম্বর নেওয়া হবে পূর্ববর্তী সার্টিফিকেটের ফলাফলের ওপর ভিত্তি করে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dupublicad

ইএমপিএ (EMPA) তথা এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এডমিনিস্ট্রেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে আধুনিক প্রশাসনের মৌলিক তত্ত্ব এবং ব্যাবহারের উপর বিশেষায়িত জ্ঞান অর্জনে সহায়তা করা। 


সর্বশেষ সংবাদ