ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

ঢাবি
ঢাবি  © লোগো

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা। দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এল এর প্রশ্ন সমাধান।

বাংলা

01. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?

a. বিধ্বস্ত
b. উদ্বেগ
c. স্বত্ব
d. দ্বন্দ

উত্তর: b

02. কোন শব্দটি শুদ্ধ?

a. অদ্যাবধি
b. অনুমান নির্ভর
c. অন্তর্ভুক্ত
d. আকাঙ্খা

উত্তর: a

03 . 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় বলে

a. প্রত্যুদ্গমন
b. আবাহন
c. সম্ভাষণ
d.  প্রত্যুৎগমন

উত্তর: a

04. কোনটি মৌলিক শব্দ?

a. চাঁদ
b. বন্ধুত্ব
c. প্রশাসন
d. দায়িত্ব

উত্তর: a

05. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কি?

a. বুদ্ধি
b. বুদ্ধিত্ব
c. বুদ্ধিমত্তা
d. বৃদ্ধি
 
উত্তর: c
Note: 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ 'বুদ্ধি' অথবা 'বুদ্ধিমত্তা'।

06. 'সোনার তরী' কবিতায় 'নৌকার মাঝি' কিসের প্রতীক?

a. সৃষ্টিকর্মের
b. কবির নিজের
c. অনন্ত কালস্রোতের
d. মহাকালের

উত্তর: d

07. 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' কোন ধরনের বাক্য?

a. সরল
b. যৌগিক
c. জটিল
d. অতি সরল

উত্তর: c

08. 'মিছিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

a. ফারসি
b. পর্তুগিজ
c. আরবি
d. তুর্কি

উত্তর: a

09. 'গণঅভ্যুত্থান' শব্দটি কীভাবে গঠিত?

a. সন্ধি
b. প্রত্যয়
c. উপসর্গ
d. সমাস

উত্তর: d

10. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?

a. নির্দোষী
b. দৈন্যতা
c. শুধুমাত্র
d. উদ্বেল

উত্তর: d

11. 'বৈষম্যবিরোধী' কোন সমাস দ্বারা গঠিত?

a. দ্বিতীয়া তৎপুরুষ
b. তৃতীয়া তৎপুরুষ
c. চতুর্থী তৎপুরুষ
d. ষষ্ঠী তৎপুরুষ

উত্তর: d

12. 'যে নারীর স্বামী ও পুত্র নেই'- এর এক কথায় প্রকাশ।

a. নবোঢ়া
b. অনূঢ়া
c. অবীরা
d. কুমারী

উত্তর: c

English

Choose the correct words (Questions 13-16)

13. Sally has been working here-----.

a. since six months
b. for six months
c. six months
d. six months before time

Ans: b

14. She has lost her passport again, This is the second time this-----.

a. has happened
b. happens
c. happened
d. is happening

Ans: a

15. What------- to get a new driving license?

a. have I to do
b. do I have to do
c. I must do
d. I have to

Ans: b

16. I'd better go now. I promised------- late.

a. not being
b. Not to being
c. to not be
d. I wouldn't be

Ans: d

Choose the appropriate preposition (Questions 17-19)

17. What the wise do in the beginning, fools do------ the end.

a. by
b. at
c. in
d. towards

Ans: c

18. Maliha is good----- tennis.

a. about
b. at
c. in
d. of

Ans: b

19. The professor set some prefect work------ the end.
a. about
b. at
c. of
d. in

Ans: b

Choose the correct sentence: (Questions 20-21)

20. Stop doing wrong things lest --you are caught.--

a. would be caught
b. will be caught
c. might be caught
d. may be caught

Ans: c


21. The performance of our players was rather worst that I had expected.

a. bad as I had expected
b. worse than I had expected
c. worse than expectation
d. worse than was expected

Ans: b

22. The correct spelling is:

a. propoganda
b. propagranda
c. propagnda
d. popaganda

Ans: c

23. Choose the correct synonym of  'Pertinent'.

a. Inapporpriate
b. Disturbed
c. Relevant
d. Penetrate

Ans: c

24. Which one of the following pairs is similar in relationship to SAW: CARPENTER?

a. Painter: Color
b. Agon: Farmer
c. Scissors: Barber
d. Cloth: Tailor

Ans: c

হিসাবিজ্ঞান

25. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?

a. আয় বেশি দেখানো হবে
b. দায় কম দেখানো হবে
c. দায় বেশি দেখানো হবে
d. মুনাফা বেশি দেখানো হবে

উত্তর: c

26. মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫: ২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?

a. ৩:২:১
b. ১৫:৬:৫
c. ৯:৬:৩
d. ১৫:৬:৭

উত্তর: d

27. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয খরচ?

a. অবচয়
b. অবলোপন
c. প্রাথমিক খরচ
d. অগ্রিম প্রদত্ত খরচ

উত্তর: c

28. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

a. ১৬.৬৭%
b. ২০%
c. ২৫%
d. ৩০%

উত্তর: c

29. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যবহারীকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যয় করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে?

a. ৬,৮৭৫ টাকা
b. ৩,০০০ টাকা
c. ৫,৫০০ টাকা
d. ২,০০০ টাকা

উত্তর: b

30. মুদ্রাস্ফীতি কালে কোন মজুতপণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে?

a. আগে আসলে আগে যায় পদ্ধতি
b. শেষে আসলে আগে যায় পদ্ধতি
c. গড় ব্যয় পদ্ধতি
d. ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি

উত্তর: b

31. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল:

a. বইয়ের জের থেকে কাটা।
b. বইয়ের জেরে যোগ করা।
c. ব্যাংক হিসাবে যোগ করা।
d. ব্যাংক জের থেকে কাটা।

উত্তর: c

32. রূপান্তর খরচের সমষ্টি:

a. স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয়
b. প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়
c. প্রত্যক্ষ কাচামাল এবং কারখানা উপরিব্যয়
d. প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি

উত্তর: b

33 . আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুত পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত
পণ্যের মূল্য কত?

a. ৫,০০,০০০ টাকা
b. ৭,৫০,০০০ টাকা
c. ৬,০০,০০০ টাকা
d. ৬,৫০,০০০ টাকা

উত্তর: c

34. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে?

a. নিট মুনাফা বৃদ্ধি পাবে
b. নিট মুনাফা হ্রাস পাবে
c. কোনো প্রভাব নেই
d. নির্ধারণ করা যাবে না

উত্তর: b                                                                                                                                                                                                                                                                                            

35. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়?

a. আয় হিসাব
b. সম্পদ
c. বিপরীত সম্পদ
d. দায়

উত্তর: a

36. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে?

a. ডেবিট
b. ক্রেডিট
c. ডেবিট ও ক্রেডিট
d. ডেবিট বা ক্রেডিট

উত্তর: b

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

37. 'প্রাকটিস অফ ম্যানেজমেন্ট' কে লিখেছেন?

a. পিটার এফ ড্রাকার
b. হেরিংটন ইমারসন
c. হেনরি ফেয়ল
d. এফ ডব্লিউ টেইলর

উত্তর: a

38. যৌথ মূলধনী ব্যবসায়ের 'জন্ম সনদ' বলা হয কোনটিকে?

a. নিবন্ধন পত্র
b. স্মারকলিপি
c. সংঘবিধি
d. কার্যারম্ভে অনমিতি পত্র

উত্তর: a

39. কোনটি স্থায়ী পরিকল্পনা?

a. mবাজেট
b. নীতি
c. কর্মসূচি
d. প্রকল্প

উত্তর: b

40. নাবালক---- ধরনের অংশিদার।

a. সক্রিয়
b. সীমবদ্ধ
c. নিষ্ক্রিয়
d. স্বাভাবিক

উত্তর: b

41. প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি?

a. নগদ
b. চলতি
c. কৃত্রিম
d. অস্পৃশ্য

উত্তর: d

42. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বধিক সুবিধাজনক-

a. এক মালিকানা কারবার
b. অংশীদার কোম্পানী
c. পাবলিক কোম্পানী
d. ব্যক্তি মালিকানা কারবার

উত্তর: c

43. শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি?

a. ১৭৫০-১৮৫০
b. ১৮৫০-১৯৫০
c. ১৭৮০-১৮৮০
d. ১৮২০-১৯২০

উত্তর: a

44. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না?

a. ১০
b. ১২
c. ১৫
d. ১৮

উত্তর: c

45. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়?

a. সীমাবদ্ধ দায়
b. সহজ গঠন
c. নিয়ন্ত্রিত মুনাফা
d. মালিকের পূর্ণ নিয়ন্ত্রন

উত্তর: a

46. নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়?

a. গণতান্ত্রিক
b. অবাধ নীতি
c. স্বৈরতান্ত্রিক
d.  রূপান্তরমূলক

উত্তর: b

47. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়?

a. প্রতিযোগী
b. প্রযুক্তি
c. গ্রাহক
d. সাংগঠনিক সংস্কৃতি

উত্তর: d

48. কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে?

a. আদেশের ঐক্য
b. নমনীয়তার নীতি
c. জোড়া-মই শিকল
d. কর্তৃত্ব প্রদানকরণ

উত্তর: d

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

49. পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কী বলে?

a. ক্রেতা আনুগত্য
b. ক্রেতা সন্তুষ্টি
c. ক্রেতা ভ্যালু
d. বিনিময়

উত্তর: c

50. পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ-উপাদান?

a. পণ্য
b. মূল্য
c. স্থান
d. প্রসার

উত্তর: c

51. PERT এর পূর্ণরূপ কি?

a. Program Evaluation Review Technique
b. Program Evaluation Result Test
c. Program Evaluation Result Technique
d. Program Evaluation Review Test

উত্তর: a

52. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

a. রুপগত
b. স্থানগত
c. স্বত্বগত
d. সময়গত

উত্তর: d

53. নিচের কোনটি স্থির ব্যয় নয়?

a. কাঁচামালের খরচ
b. বিমা প্রিমিয়াম
c. বেতন
d. কারখানা ভাড়া

উত্তর: a

54. বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে?

a. এজেন্ট
b. পাইকার
c. উৎপাদক
d. ভোক্তা

উত্তর: d

55. কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়?

a. পরিমাপযোগ্য
b. প্রবেশযোগ্য
c. কর্মোপযোগী
d. নির্ভরযোগ্য

উত্তর: d

56. কোনটি পণ্যের স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করে?

a. পরিবহন
b. গুদামজাতকরণ
c. ক্রয়-বিক্রয়
d. বিজ্ঞাপন

উত্তর: c

57. পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়?

a. কার্যকারিতা
b. দক্ষতা
c. মিতব্যয়ীতা
d. সঠিক ব্যবহার

উত্তর: b

58. নিচের কোনটি পণ্যের উপাদান নয়?

a.  গুণমান
b.  ডিজাইন
c. মজুদ
d.  ব্র্যান্ড নাম

উত্তর: c

59. পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে?

a. পণ্য উন্নয়ন
b. সূচনা
c. প্রবৃদ্ধি

d. পূর্ণতা

উত্তর: d

60. নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়?

a. পণ্য
b. স্থান
c. মূল্য
d. মুনাফা

উত্তর: d

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা

61. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল?

a. ইকুইটি মূলধন
b. ব্যাংক ঋণ
c. ঋণ মূলধন
d. অগ্রাধিকার শেয়ার

উত্তর: a

62. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়?

a. ট্রেজারি বিল
b. বিনিময়যোগ্য আমানত সনদ
c. ট্রেজারি বন্ড
d. পুণঃক্রয় চুক্তি

উত্তর: c

63. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়?

a. বাণিজ্যিক পত্র
b. প্রদেয় বিল
c. ডিবেঞ্চার
d. বিল বাট্টাকরণ

উত্তর: c

64. জিরো কুপন বন্ড ইস্যু করা হয়?

a. অভিহিত মূল্যে
b. বাট্টাতে
c. অধিহারে
d. বাজারমূল্যে

উত্তর: b

65. নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যত অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়?

a. বাট্টাকরণ
b. মূলধনিকরণ
c. অ্যানুইটি
d. চক্রবৃদ্ধি

উত্তর: a

66. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে?

a. IIR> K
b. IRR > NPV
c. IRR > ০
d. IRR > 1

উত্তর: a

67. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?

a. পরিশোধিত মূলধন
b. আমানত
c. সঞ্চিত তহবিল
d. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ

উত্তর: b

68. নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল নয়?

a. ব্যাংক ড্রাফট
b. ব্যাংক নোট
c. বিনিময় বিল
d. প্রতিজ্ঞাপত্র

উত্তর: a

69. বাংলাদেশের ব্যাংগুলি বৈদিশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে?

a. প্রতিজ্ঞাপত্র
b. ট্রেজারি বন্ড
c. ঋণপত্র
d. বাণিজ্যিক কাগজ

উত্তর: c

70. নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ?

a. ইকুইটি বিনিয়োগ
b. মুনাফা ভাগাভাগি চুক্তি
c. অনুমানমূলক লেনদেন
d. লিজিং চুক্তি

উত্তর: c

71. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ?

a. পুনঃঅর্থায়ন প্রকল্প
b. রপ্তানি উন্নয়ন তহবিল
c. কৃষি ঋণ ভর্তুকি
d. সবুজ রূপান্তর তহবিল

উত্তর: 

72. নিচের কোন পদ্ধতির বিমাগ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি?

a. সহ-বিমা
b. পুনঃবিমা
c. যুগ্ম-বিমা
d. গোষ্ঠী বিমা

উত্তর: b

 


সর্বশেষ সংবাদ