বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-০৪

বিশ্ববিদ্যালয় ভর্তি মডেল টেস্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি মডেল টেস্ট   © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকটে যা বিরাট আতংকের একটি অধ্যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা হতাশা-উদ্বেগ লক্ষ্য করা যায়। কিভাবে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের এসব দুশ্চিন্তার কথা বিবেচনায় দ্যা ডেইলি ক্যাম্পাসে নিয়মিত থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে সাধারণ জ্ঞান ও ইংরেজি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট:

১. Adjective of the word 'Ox' is—

    ক. Cowley     খ. Bovine  গ. Oxen     ঘ. Oxy

২. Which of the following is not a collective noun?

    ক. Navy    খ. Public    গ. Orchestra     ঘ. Love

৩. The up train is late, here 'up' is—

    ক. Noun     খ. Pronoun    গ. Adverb    ঘ. Adjective

৪. Which one is a compound noun?

    ক. Comprehensive খ. Holiday  গ. Entertainment    ঘ. Hair-brush

৫. The word diabetic is-

    ক. Noun     খ. Adjective     গ. Pronoun ঘ. উভয় ক + খ

৬. Which one is Abstract noun?

    ক. Man    খ. Jury     গ. Height     ঘ. Long

৭. Please book above. Here 'above' is—

    ক. Adjective খ. Adverb   গ. Noun    ঘ. Conjunction

৮. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়?

    ক) মতিউর রহমান   খ) হামিদুর রহমান     গ) রুহুল আমীন     ঘ) মোস্তফা কামাল

৯. বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল?

    ক) রাশিয়া    খ) মার্কিন যুক্তরাষ্ট্র     গ) চীন    ঘ) ভারত

১০. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন?

    ক) ঝু এনলাই    খ) ইয়ান হো     গ) মা-ও সেতুং    ঘ) শরণ সিং

১১. কৌলীন্য প্রথার প্রবর্তক কে?

  ক) বল্লাল সেন    খ) লক্ষ্মণ সেন   গ) হেমন্ত সেন    ঘ) বিজয় সেন

১২. কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে ওঠে?

    ক) মদনপাল    খ) গোপাল   গ) ধর্মপাল    ঘ) শীলভদ্র

১৩. মাৎস্যন্যায় কত বছর বিদ্যমান ছিল?

    ক) ৫০ বছর    খ) ৮০ বছর     গ) ৫৩ বছর    ঘ) ১০০ বছর

১৪. রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়?

    ক) বরিশাল    খ) সিলেট    গ) ভাগীরথী নদীর পশ্চিম তীর    ঘ) রাজশাহী

১৫. ‘দান সাগর’ গ্রন্থের রচয়িতা কে?

    ক) লক্ষ্মণ সেন   খ) বান ভট্ট      গ) কৌটিল্য      ঘ) বল্লাল সেন

১৬. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে?

ক) চীন          খ) রাশিয়া      গ) জাপান        ঘ) ইরাক

১৭. মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

ক) মোস্তফা হারুন কুদ্দুস হিলি    খ) স্থপতি ফরিদউদ্দীন আহমেদ   গ) স্থপতি জামি-আল-শফি   ঘ) মঈনুল হোসেন

১৮. জাতীয় জন্মনিবন্ধন দিবস

ক) ১ জুলাই খ) ৩ জুলাই    গ) ৪ জুলাই ঘ) ৭ জুলাই

১৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

ক) ইরাক খ) সেনেগাল     গ) কুয়েত ঘ) বার্বাডোস

২০. বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে?

ক) ১৯৭২     খ) ১৯৮৭   গ) ১৯৭৬     ঘ) ১৯৮৪

উত্তরমালা:  ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence