জাতীয় কবিতা উৎসবের নিবন্ধন চলছে

  © ফাইল ফটো

জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া বাংলা ভাষাভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের এ মেলার উৎসবপূর্ব কর্মসূচি শুরু হয়েছে। ১ জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়েছে  এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা নিবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি, ২য় তলা) উৎসব দফতরে চলছে নিবন্ধন কার্যক্রম। এবারের নিবন্ধন ফি ৩০০ টাকা (ঢাকা মহানগরীর কবিদের জন্য), ২০০ টাকা (ঢাকা মহানগরী ছাড়া সারাদেশের কবিদের জন্য)।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত দেশের কবিদের উৎসবে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।


সর্বশেষ সংবাদ