হত্যা ও অপহরণের আসামি চার এসএসসি পরীক্ষার্থী, কারাগারেই পরীক্ষা

গাইবান্ধা জেলা কারাগার
গাইবান্ধা জেলা কারাগার  © ফাইল ছবি

গাইবান্ধায় কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে অপহরণ ও হত্যা মামলার চার আসামি। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম রোববার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া ধর্মপুর ডিডি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী। অন্য দু’জনের মধ্যে একজন সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা ও সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী নাহিদ আকন্দ।

আর সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা ও নলডাঙ্গা ডব্লিউ সি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী কাওসার শিকদার। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় তারা।

জানা গেছে, চার শিক্ষার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া হত্যার আসামি। মামলায় অভিযোগ, তারা সুন্দরগঞ্জের বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণের পর হত্যা করেছে। নাহিদ ও কাওসারও চলতি বছরের একটি হত্যা মামলার আসামি।

কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে। কারাগারের পরীক্ষা কক্ষে ডেপুটি জেলার, এক শিক্ষক পুলিশ সদস্যরা পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ