দাবানলের আগুনে পুড়ছে জেরুজালেম, পালাচ্ছে ইসরায়েলিরা

জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে
জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে  © সংগৃহীত

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তীব্র বাতাস বইছে, যা দাবানলকে আরও উস্কে দিচ্ছে। এরই মধ্যে এর তীব্রতা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে পড়েছে।

্এদিকে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে। আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বেশ কয়েকটি ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে।

 বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ভাষ্যমতে, ওই সড়কে যে-সব মানুষ গাড়িসহ আটকে পড়েছেন বা যারা আগুনের ঝুঁকিতে পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক দাবানল জ্বলছে।

ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ১১৯টি দল এ মুহূর্তে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। তাদের সঙ্গে কাজ করছে অগ্নিনির্বাপক ১০টি বিমান। ১১৯টি দলের সঙ্গে যোগ দিতে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও ২২টি দল।

তারা জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৯ জনকে উদ্ধার করেছেন। গাড়িগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এছাড়া চারটি গাড়ি সরাসরি পুড়ে গেছে। তবে ওই সময় গাড়িগুলোর ভেতর কেউ ছিল না। ধোঁয়ার ভেতর পড়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence