কাশ্মির ইস্যুতে আগামী দু-তিন দিন কেন খুব গুরুত্বপূর্ণ— যা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে আগামী দু-তিন দিনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। দেশবাসীকে তিনি মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
গত ২২ এপ্রিল, ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। হামলায় আহত হন আরও অনেকে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলা চালিয়েছে।
হামলার পরপরই ভারত সরকার পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধির উদ্যোগ। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশ ও স্থলসীমা সীমিত করে দেয়।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারতের সামরিক হামলা আসন্ন হতে পারে।’ এরপর দেশটির দুটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম— জিও নিউজ ও সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী দু’তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সংঘর্ষ শুরু হয়, সেটা এই সময়ের মধ্যেই হবে। আর যদি না হয়, তাহলে ধরে নিতে পারি আমরা একটি বড় বিপদ এড়াতে পেরেছি।”
তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা দ্রুত বাড়ছে। আমাদের সবার এখন মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন।’
এদিকে জম্মু ও কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গত তিন দিন ধরেই গুলিবিনিময় চলছে। এতে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে।