ময়ূখকে অভিনেতা বললেন ‘গাধা’, প্রতিক্রিয়ায় ব্যঙ্গ করে স্ট্যাটাস ময়ূখের

ঋত্বিক চক্রবর্তী ও ময়ূখ রঞ্জন
ঋত্বিক চক্রবর্তী ও ময়ূখ রঞ্জন  © সংগৃহীত

ভারতীয় টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। নিজের সংবাদ উপস্থাপনার ধরণ নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত তিনি। এবার তাকে ইঙ্গিত করে ‘গাধা’ বললেন কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকের পোস্টে পর প্রতিক্রিয়া জানিয়েছেন ময়ূখও। দুজনের পাল্টাপাল্টি মন্তব্যে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার ২৫ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা ঋত্বিক লিখেছেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’

ঋত্বিকের সেই পোস্ট ছড়িয়ে পড়লে, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যত বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও।

এদিকে ঋত্বিকের পোস্টটি ছড়িয়ে পড়লে একই দিন রাতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন ময়ূখ রঞ্জন। 

পোস্টে ময়ূখ লেখেন, ‘ভেবেছিলাম শুধু বাংলাদেশের অনেক চ্যানেল, ইউটিউবারকে খেয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। আমাকে নিয়ে কনটেন্ট বানিয়ে তারা সব্বাই দুবেলা খাচ্ছে, গাড়ি বাড়ি করছে। আজ দেখি ঘরে বসে যাওয়া এক অভিনেতার ফ্লপ ক্যারিয়ারকেও পুনর্জীবিত করলাম।’

তিনি আরও লিখেছেন, ‘নিজের সিনেমার প্রমোশন ভিডিও, কনটেন্ট বা ইন্টারভিউ পোস্ট করলেও এত লাইক কমেন্ট পায়না যতটা আজ পেয়েছে। শুনছি আর চাকরি চুরির টাকায় বানানো সিনেমায় অভিনয় করতে হবে না। আমাকে নিয়ে লিখে টু পাইস লাভ যদি কারোর হয়, আমি তার পাশে দাঁড়াতে রাজি আছি। বড় ভালো লাগল। তার ক্যারিয়ার ঘুরে দাঁড়াক।’

এর আগে কখনও লাফিয়ে, কখনও দৌঁড়ে-চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে আলোচনায় আসেন কলকাতার ময়ূখ রঞ্জন ঘোষ। ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে একাধিক মিথ্যা সংবাদ ও মন্তব্য করায় বাংলাদেশিদের কাছেও পরিচিত তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence