জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কার
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় চার জনকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। মঙ্গলবার (৬ আগস্ট) শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ বহিস্কার আদেশ দেওয়া হয়।
বহিস্কৃতরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসাদ হক ও আরিফ জামান সেজান, নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান বিন হাবিব এবং আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মাসুম বিল্লাহ।
এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে ওই সাংবাদিককে ডেকে নির্যাতন করে হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনাস্থলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ৮ জনকে ছাত্রলীগের রাজনীতি থেকে অবাঞ্চিত ঘোষণা করে। ঘটনার পরেরদিন ৩ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন অধ্যাপক আলী আকবরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: সারা দেশের মধ্যে তৃতীয় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ
গঠিত তদন্ত কমিটির ৫ কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা না দিয়ে গড়িমসি করে ১০ দিন পরে তদন্ত প্রতিবেদন জমা দেয়।