আম পাড়তে গিয়ে নাকের পর কোমড় ভাঙল রাবি ছাত্র

আহত রাবি শিক্ষার্থী
আহত রাবি শিক্ষার্থী  © টিডিসি ফটো

ক্যাম্পাসের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে কোমড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। 

শুক্রবার ( ৩ জুন) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনের গাছ থেকে পড়ে আহত হন তিনি। বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এ চিকিৎসারত রয়েছেন এ শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী সুভাষ চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় রাবিতে খাবারের দাম দ্বিগুণ

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক  বলেন, গাছ থেকে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার খবরটি জেনেছি। কিন্তু কিভাগে এঘটনা ঘটলো তা এখনো সঠিক ভাবে জানতে পারিন। আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এরআগে, গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে নাকে চোট পেয়ে আহত হন ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী।

উল্লেখ্য, এবছর শিক্ষার্থী আম- লিচু খাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের কোন গাছ লিজ দেইনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া প্রতিবছর এসব গাছ লিজের আওতাভুক্ত থাকত।


সর্বশেষ সংবাদ