জহুরুল হক হলের পুকুরে ডুবে ঢাবি ছাত্রের মৃত্যু

মৃত পলাশ
মৃত পলাশ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ায় লাইফ সাপোর্টে থাকা সেই শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আজ রবিবার (২৯ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ডুবে যাওয়া ওই শিক্ষার্থীর নাম পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনন্দ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফুটবল খেলার পর জহুরুল হক হলের মাঠে যান পলাশ। খেলা শেষে ওই হলের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসল করার সময় পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশ গিয়ে আবার ফিরে আসার সময় ক্লান্ত হয়ে পড়েন। এসময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মাঝে তিনি ডুবে যান। অনেকক্ষণ ডুবে যাওয়ার পর না উঠলে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তখন হলের অনেকেই দ্রুত পুকুরে নেমে তাকে উপরে তুলে ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য ভর্তি করান। এখন তার চিকিৎসা চলছে।


সর্বশেষ সংবাদ