ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ

ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ
ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের একটি ফুটপাত থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ সেটি ফেলে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

কয়েকদিন পর পরই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধারের খবর গণমাধ্যমের শিরোনাম হয়। গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকার ডাস্টবিন থেকে নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন।

এরপর ১৩ ফেব্রুয়ারি মসজিদের উল্টোপাশের ফুটপাতের ওপর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।

আরও পড়ুন: ঢাবিতে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রায়ই বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হওয়ায় যে কেউ এখানে আসতে পারে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই বিশ্ববিদ্যালয়ে। তাই বাহির থেকে অনেকে এসে এখানে মরদেহ ফেলে যায়। বদনাম হয় বিশ্ববিদ্যালয়ের।


সর্বশেষ সংবাদ