ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের পুনর্মিলনী
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৩:৩৭ PM , আপডেট: ০৮ মার্চ ২০২২, ০৬:২০ PM
ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের ১৮ টি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ মার্চ ) কলেজের শহিদ আ. ন. ম. নজিব উদ্দীন খান খুররম অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হয় পুনর্মিলনীর আয়োজন। এতে কলেজের অর্থনীতি বিভাগের ১-১৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় তখনও তৈরী হয়নি৷ কিন্তু ঢাকা কলেজ এবং অনুরুপ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যবিত্ত এবং উদিয়মান মধ্যবিত্ত তাদের শিক্ষার যে চাহিদা তা পূরন করেছিলো৷
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার মিছিলের শেষ কোথায়
তিনি আরও বলেন, ১৮৪১ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত এবং এই কলেজ যেই আকাঙ্খা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলো বলেই ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর মধ্যবিত্ত বিশেষ করে কৃষি নির্ভর মধ্যবিত্ত শ্রেনীর সন্তানেরা উচ্চ শিক্ষা লাভের যে আগ্রহ বা সেটি পূরন করার জন্য এই পূর্ব বাংলায় যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তার মধ্যে ঢাকা কলেজ গুরত্বপূর্ন ভূমিকা পালন করেছে৷
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগামীর বিশ্ব হবে মেধাবীদের। চতুর্থ শিল্প বিপ্লবশিল্প নিজেদেরকে টিকিয়ে রাখতে হলে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানুষ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর পারভীন সুলতানা হায়দার৷ তিনি বলেন, আমাদের বিভাগের সাবেক ছাত্ররা সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকবে৷ আজকের এই অনুষ্ঠানে প্রানের স্পন্দন তৈরী হয়েছে ৷ এখানে আমাদের ছাত্ররা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে৷ সাবাই দেশের সুনাম অর্জন করে বিভাগের সুনাম অর্জন করেছে৷ তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক৷
আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন’
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম, প্রফেসর পারভিন আক্তার জাহান, প্রফেসর রোকসানা আলম কাদরী, প্রফেসর শামিম আরা বেগম সহ ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের স্মৃতিচারন করেন৷ পরে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র্যালী বের করা হয়৷ র্যালীটি নীলক্ষেত মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে ৷