শাটলের সঙ্গে ধাক্কা লেগে অল্পের জন্য রক্ষা চবি ছাত্রীর

শাটল ট্রেন
শাটল ট্রেন  © ফাইল ছবি

শাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন। ওই শিক্ষার্থীকে তার বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ক্যান্টনমেন্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম অর্পিতা কর্মকার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে কম ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রত্যক্ষদর্শী ও অর্পিতার বন্ধুদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুুপুরে ক্যান্টনমেন্ট স্টেশনে অর্পিতা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন নাকি টিউশনিতে যাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় শাটলের সাথে ধাক্কা লাগে তার। এসময় ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন অর্পিতা। পরে তাকে উদ্ধার কেরে বালুছড়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যান তার সাথে থাকা দুই বন্ধু। বর্তমানে তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন: জিপিএ-৫ এর তুলনায় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অর্ধেকেরও কম

অর্পিতার বন্ধু কাউছার মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভাগ্যের জন্য আজ সে বেঁচে গেছে। তার মাথায় প্রচন্ড আঘাত লাগলেও অল্পের জন্য শাটলের নিচে পড়ে যায়নি। আমরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।

অর্পিতার আরেক বন্ধু ইয়াসির আরেফিন বলেন, চবি মেডিকেলে কল দিয়ে এম্বুলেন্স নিয়ে এসে তাকে হলে পাঠানোর ব্যবস্থা করেছি। কোনো সমস্যা হলে চবি মেডিকেলে নিয়ে যেতে পারবে।


সর্বশেষ সংবাদ