ঢাবির অনলাইন ফরম পূরণে হ-য-ব-র-ল অবস্থা!

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষে প্রথমবারের মতো ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগের একাডেমিক পরীক্ষার জন্য ফরম পূরণ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে, শিক্ষার্থীদের আবেদনপত্রে বিভাগ ও হলের নামের জায়গায় ভুল তথ্য আসছে।

এদিকে আবেদনপত্রে এই ভুল তথ্যের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ না করলে প্রবেশপত্রেও এই ভুল তথ্য থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতর জানিয়েছে।

গত ২১ জুন থেকে অনলাইনে এ কার্যক্রম শুরু হয়। আজ শনিবার (২৬ জুন) এই প্রতিবেদন করার আগ পযর্ন্ত বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীর ফরম পূরণে ভুল তথ্য পাচ্ছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

এতে দেখা যায়, শিক্ষার্থীদের নিজ বিভাগের নামের জায়গায় অন্য বিভাগের নাম এসেছে। এছাড়া নিজের হলের নামের জায়গায় অন্য হলের নামও আসতে দেখা গেছে।

এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, অনলাইনের সুবাদের কলাভবন থেকে কার্জনের স্টুডেন্ট হয়ে গেলাম! মূলত ওই শিক্ষার্থী কলাভবনের একটি বিভাগের ছাত্র কিন্তু অনলাইনে ফরম পূরণের পর তার পরীক্ষার জন্য যে আবেদনপত্র পেয়েছে, তাতে লেখা আছে রসায়ন বিভাগ। এছাড়া কলাভবনের অপর এক শিক্ষার্থীর আবেদনপত্রে আইন বিভাগ। এছাড়া অনেকের এমন ভুল এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্য এক ছাত্রের আবেদনপত্রে নিজ হলের জায়গায় মেয়েদের জন্য বরাদ্দ সুফিয়া কামাল হল এসেছে। তিনি আবেদনপত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ। দুই বছর পর সুফিয়া কমাল হলে নতুন করে এলটেড।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুনেছি বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণে কিছু সমস্যা হচ্ছে। তবে আমার অধীনে শুধু ভর্তি সংত্রুান্ত বিষয়। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ করার জন্য বলেন।

এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রোগ্রামার মো: জাহিদুল ইসলাম জানান, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় এই ধরনের উদ্যোগ নিয়েছে এই জন্য কিছু সমস্যা হচ্ছে। তবে আমরা সমস্যা সমাধান করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। সেসব শিক্ষার্থীর ফরম পূরণে ভুল তথ্য আসছে, তাদের সাইটের ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ না করলে প্রবেশপত্রে এই সমস্যা থাকবে।

কোন অভিযোগ পেয়েছেন কি জানতে চাইলে তিনি বলেন, ফরম পূরণে ভুল তথ্য আসছে এই ধরনের কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা ঠিকও করে দিয়েছি।

কেন এমন ভুল হচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আমাদের সফটওয়্যার পুরোপুরি আপডেট নয়। আপেডেট হয়ে গেল তখন আর কোন সমস্যা হবে না। এছাড়া যান্ত্রিক সমস্যা ও যেসব শিক্ষার্থী প্রথম বর্ষে বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি হচ্ছে বলেও তিনি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence