বঙ্গবন্ধু গেমসে বক্সিংয়ে চ্যাম্পিয়ন ঢাবি ইসলামের ইতিহাসের সাবেক শিক্ষার্থী

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু গেমসে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাসের সাবেক শিক্ষার্থী শিক্ষার্থী সুর কৃষ্ণ চাকমা। এবার আনসারের হয়ে স্বর্ণ পদক জয় করেছেন জাতীয় দলের এই তারকা বক্সার।

স্বর্ণপদক জয়ের পর ফেসবুক স্ট্যাটাসে সুর কৃষ্ণ চাকমা লেখেন, ৩ এপ্রিল আমার বাবার ১৭ তম মৃত্যু বার্ষিকী ছিলো আমার এই অর্জন তার নামে উৎসর্গ করলাম ভালো থেকো বাবা।

বিগত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়েছিলেন দেশ সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিজয়ীদের হাতে পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।


সর্বশেষ সংবাদ