সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ শাফি নিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) এবং আল-বেরুনী হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়রি) তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন।

নিহতের বন্ধুরা জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তার মাকে আনতে বনপাড়া স্টেশনের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় শাফি। যাত্রাপথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ অবস্থায় গুরুতর আহত হলে তাকে নাটোর বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে নাটোর মেডিকেল পরবর্তীতে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন এবং উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, শাফির অকালমৃত্যুতে আমরা একজন মেধাবী শিক্ষার্থী হারালাম। আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এটা অত্যন্ত বিয়োগাত্মক ঘটনা।


সর্বশেষ সংবাদ