হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ
ঢাবিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। রবিবার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন, যেমন—“আপোষ নয়, সংগ্রাম, হাসনাত ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব দাও, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসীদের এই বাংলায় ঠাঁই হবে না ইত্যাদি।”

এসময় আইন বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ রিফাত বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ—এগুলো আদৌ কোনো রাজনৈতিক সংগঠন নয়। জনগণের চোখে এগুলো সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আমরা এমন সন্ত্রাসীদের নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশের মাটিতেই দেখতে চাই না। তাদের একমাত্র স্থান হওয়া উচিত আদালতের কাঠগড়ায়।”

শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, “হাসনাত ভাইয়ের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি পুরো জুলাই অভ্যুত্থানের চেতনার ওপর হামলা। নয় মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনো ‘প্রোক্লেমেশন অফ জুলাই রেভোলিউশন’ ঘোষণা করতে পারেনি, এমনকি আমাদের নিরাপত্তাও নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তারা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিলেন, সরকার তা মর্যাদা দিতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পেছনে কী ভয় কাজ করছে তা পরিষ্কার নয়। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও অর্থের বিনিময়ে আওয়ামীপন্থীদের বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, যারা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দিয়েছিলেন, তারাও আজও গুরুত্বপূর্ণ পদে বহাল।”

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি খুব দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং জুলাই অভ্যুত্থানের ঘোষণা না দেওয়া হয়, তাহলে ছাত্রজনতা আবারও রাজপথে নামবে, যেমনটি তারা জুলাইয়ে করেছিল।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence