ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বন্ধুদের সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। যদিও নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে তাঁর বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে ফরেনসিক প্রতিবেদন না থাকায় সে অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি কমিটি।
শনিবার (৩ মে) বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ড. মো. আবদুল মুহিত।
তিনি বলেন, “আমরা গত বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছি। আমাদের তদন্তে ঘটনার সঙ্গে কারো সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরিবার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করলেও ফরেনসিক রিপোর্ট না থাকায় আমরা সে বিষয়ে কিছু বলতে পারিনি।”
তবে ড. মুহিত জানান, তদন্তে দায়িত্বে অবহেলা ও দায়বদ্ধতার অভাবের প্রমাণ মিলেছে। এ কারণে তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে সুইমিং পুলের রক্ষণাবেক্ষণের জন্য নতুন পদ সৃষ্টি, এবং পুলটিকে সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোয়াদ হক (১৯)। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. এম. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুইমিংপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।