ঢাবিতে জুলাই গণঅভ্যুত্থানে হামলা

তালিকায় মাত্র ২০ শতাংশ কাভার করতে পেরেছি: তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সহিংসতায় জড়িত থাকার কারণে ১২৮ শিক্ষার্থীকে সোমবার (১৭ মার্চ) সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বহিস্কারের তালিকা প্রকাশ্যে এসেছে আজ মঙ্গলবার (১৮ মার্চ)। এরপর এই তালিকা নিয়ে অসন্তোষ জানিয়ে বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে এই তালিকা নিয়ে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তথ্যানুসন্ধান কমিটি জানিয়েছে, তারা মাত্র ২০ শতাংশ কাভার করতে পেরেছে৷ এই তালিকা প্রক্রিয়াধীন। এটা চলতে থাকবে। এর জন্য নতুন কমিটিও তৈরি করা হয়েছে। 

জানা যায়,  ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাবি ক্যাম্পাসে হামলাকারীদের শনাক্ত করতে সিন্ডিকেট থেকে নতুন একটি কমিটি করা হয়েছে। এই কমিটি হামলার সাথে জড়িতদের নতুন তালিকা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। এই কমিটিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকসহ আরও কয়েকজনকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালিকার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হল সুপন বলেন, ‘শিক্ষার্থীরা ভেবেছিল এ তালিকাটাই চূড়ান্ত।  আমরা যে দিন প্রতিবেদন জমা দেই আমরা জানিয়েছি আমরা মাত্র ২০ শতাংশ কাভার করতে পেরেছি ৷ এই তালিকা প্রক্রিয়াধীন। এটা চলতে থাকবে। এর জন্য নতুন কমিটি তৈরি করা হয়েছে।’ 

আরও পড়ুন: ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়: ঢাবি প্রশাসন

এদিকে আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শীঘ্রই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।’


সর্বশেষ সংবাদ