চবিতে ছাত্র মজলিসের কুরআন তিলাওয়াতের আসর ও ইফতার মাহফিল

  © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে কুরআন তিলাওয়াতের আসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্ট মসজিদ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চবি শাখা এই মাহফিলের আয়োজন করে।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমীর সভাপতিত্বে আসরে কুরআন তিলাওয়াত করেন, দারুল উলুম হাটহাজারী শিক্ষার্থী ও প্রখ্যাত কিরাত প্রশিক্ষক ক্বারী আরাফাত হোসাইন, প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ও বাংলাদেশ বেতারের অতিথি ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ এবং জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও এসএ টিভি রানার্স-আপ (সিজন ১০) ক্বারী আহমাদ গণি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চবি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সোহরাওয়ার্দী হল শাখার সাধারণ সম্পাদক আবরার ফারাবী, বিআরএফ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক আরএম রশিদুল হক দিনার ও অনুধ্যান কেন্দ্রের প্রতিনিধি ওয়ালিদুর রহমান রাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সাব্বির আহমেদ রিয়াদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার শুকরিয়া যে আমরা ক্যাম্পাসে উন্মুক্ত পরিবেশে কুরআন তিলাওয়াতের আসরের আয়োজন করতে পেরেছি। আমরা এই ধারা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।"


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence