মাগুরায় শিশু ধর্ষণ: বিচারের দাবিতে জাবি শিক্ষার্থীদের প্রতিবাদী সমাবেশ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৪:৪৫ PM

মাগুরায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
আজ শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা জানান, দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আশকারা দিচ্ছে। তারা সরকারকে যেকোনো ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মাগুরায় সংঘটিত ধর্ষণের দ্রুত বিচারের দাবি করেন। এ ছাড়া শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।
আরও পড়ুন: সাবেক শিক্ষার্থী মুগ্ধকে স্মরণীয় করে রাখতে খুবিতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন
সমাবেশে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, ‘প্রতিদিন পত্রিকার পাতায় চোখ মেলালে ধর্ষণের খবর দেখতে পাই। আমাদের প্রিয় মাগুরার একটি শিশু এই বর্বরতার শিকার হয়েছে। একজন নারী হিসেবে এটি কেবল লজ্জাজনকই নয়, ভীতিকরও। আমরা কি সত্যিই নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন নৃশংস ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘মাগুরায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমাদের জন্য লজ্জাজনক। দেশে ধর্ষকদের শাস্তি দানে দীর্ঘসূত্রিতা বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সে কারণেই ধর্ষণকান্ড দেশে বৃদ্ধি পেয়েছে। আমাদের বিচার কাজের এই দীর্ঘসূত্রিতার সংস্কৃতি ভাঙতে হবে।’
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্ষণে জড়িত সবািইকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।