রাবির ট্যুরিজম বিভাগ থেকেই চেয়ারম্যান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১২:৩৭ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের আগের চেয়ারম্যান মাত্র ছয় মাস দায়িত্ব পালন করে বিদেশে চলে যান। এরপর একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়।
এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগে স্থায়ী চেয়ারম্যান না থাকায় আমাদের গবেষণা, ফরম পূরণ, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত আমাদের নিজ বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে।’
আরো পড়ুন: শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, তোপের মুখে বেরোবির সেই কর্মকর্তা
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। যথাযথ নিয়ম মেনে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।