ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫০০ নবীন শিক্ষার্থীকে কুরআন দিয়ে বরণ করা হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় টিএসসি অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। শনিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন শিক্ষার্থীদের গুগল ফর্মে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন লিংক এখানে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাগত ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন বিশেষ নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। এতে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য এবং এতে দেশবরেণ্য স্কলারগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—হাফজ ড. মুনির উদ্দীন আহমদ (চেয়ারম্যান, আল কুরআন একাডেমী লন্ডন), ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাবি), ড. এম আবদুল আজিজ (শিক্ষাবিদ ও মহাপরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থট), ড. মুহা. রফিকুল ইসলাম (সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়), কর্নেল মো. জাকারিয়া হোসেন (পিএসি, জি (অব.)), অধ্যাপক মোখতার আহমেদ (ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব), মুসা আল হাফিজ (কবি, লেখক ও চিন্তক), আরিফুল ইসলাম অপু (সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)।
ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন হামিদুর রশিদ জামিল জানান, আমরা ১৫০০ শিক্ষার্থীকে কুরআন দিয়ে বরণের উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে একটি কুরআন, দোয়ার বই, প্রসপেক্টাস ও বই উপহার থাকবে।