চবিতে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে ছাত্রদলের কর্মীকে চোখ বেধে তুলে নিয়ে বেধড়ক মারধর

  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে চোখ বেধে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম নুর করিম সাদ। শুক্রবার (৮ নভেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী সাদ শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন।

জানা যায়, ভুক্তভোগী সাদ পরিবহণ দপ্তর অতিক্রম করার সময় কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত সন্ত্রাসী কায়দায় তাকে সিএনজিতে তুলে চোখ বেধে নেই। এরপর তাকে জীববিজ্ঞান অনুষদের পিছনে নিয়ে গিয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতি টের পেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করো চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দ্রুত বিচার চেয়ে রাতেই শিক্ষার্থীরা চবির মূল ফটকে তালা দিলে উপাচার্যের অনুরোধে তারা তালা খুলে দেন।। তবে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন। এর মধ্যে শনাক্ত করা না গেলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, মারধরের বিষয়টি আমরা জানতে পেরেছি। উদ্ধারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি জড়িতদের চিহ্নিত করতে। খুব দ্রুতই সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ