প্রথমবারের মতো টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেল রাবি

  © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৪–এ প্রথমবারের মতো স্থান লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ তালিকায় বিশ্বব্যাপী ১০০১-১৫০০-এর মধ্যে ও দেশের মধ্যে যৌথভাবে ৯ম স্থানে অবস্থান করছে এ বিশ্ববিদ্যালয়।

বুধবার (১২ জুন) সকাল ১০টায় র‌্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১২৫টি দেশের ২১৫২টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে। জাতিসংঘের মোট ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের মধ্যে ১৭ নং এসডিজিসহ মিনিমাম ৩টিতে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছিল। এর মধ্যে এসডিজি–৪: গুণগত শিক্ষা, এসডিজি ১০: অসমতা হ্রাস, এসজিডি-১৬: শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গুণগত শিক্ষা ক্যাটেগরিতে ৬৯.৩-৭৪.৭, অসমতা হ্রাস ক্যাটেগরিতে ৪৭.২-৫৬.৪, শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠানে ক্যাটেগরিতে ৩৯.৬-৫১.২ এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব ক্যাটেগরিতে ১.৭-৩৬.৮ নম্বর পেয়েছে রাবি। 

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বাকি বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।

তবে তালিকায় জায়গা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের।

 

সর্বশেষ সংবাদ