অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত রাবির আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের মধ্যেও সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ফলে রাবির প্রথম বিভাগ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাতে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

ওই পোস্টে এই সভাপতি লিখেছেন, 'চলমান তাপদাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল ২৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সশরীরে এবং ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ক্লাসগুলো নেওয়া হবে।'

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

বিভাগের এমন সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি মিশ্র অনুভূতি ব্যক্ত করেছেন কয়েকজন শিক্ষার্থী। বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এস. এম. রিজন বলেন, 'সম্পূর্ণ সময়জুড়ে ক্লাস অনলাইনে করলে ভালো হতো। তারপরও এমন সিদ্ধান্তে তাপদাহ থেকে কিছুটা হলেও রেহায় পাব।'

 

সর্বশেষ সংবাদ