অধ্যাপক নাদির জুনাইদের কোর্সের বিকল্প শিক্ষকদের দায়িত্ব পুনর্বণ্টন
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠান বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে নাদির জুনাইদের পরিবর্তে তার নেওয়া কোর্সগুলোতে বিকল্প শিক্ষকদের দায়িত্ব দায়িত্ব পুনর্বণ্টন করেছে বিভাগটি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা বিভাগটির একাডেমিক কমিটির এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল তার নিজ ক্ষমতাবলে নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠান। এমতাবস্থায় শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, একাডেমিক কমিটির মিটিং শেষে বিভাগটির চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে বলে একাডেমিক কমিটির কাছে প্রতীয়মান হয়। এমতাবস্থায় বিভাগের শিক্ষা পরিবেশ, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার্থীদের সকল প্রকার কল্যাণ বিভাগের নিকট বরাবরের মতই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিভাগের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।
এসময় অধ্যাপক নাদির জুনাইদের নেওয়া কোর্সগুলোতে পরিবর্তিত শিক্ষকদের নাম জানানো হয়। ১ম বর্ষের ১০৬নং কোর্সে এখন ক্লাস নেবেন সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। ২য় বর্ষের ২০৭ নং কোর্সে ক্লাস নেবেন সহকারী অধ্যাপক আমেনা খাতুন এবং সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান। আর মাস্টার্সের ৫০১ নং কোর্সে ক্লাস নেবেন চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। এছাড়াও ২য় বর্ষের (১৬ ব্যাচ) পরীক্ষা কমিটির প্রধান হিসেবে অধ্যাপক নাদির জুনাইদের পরিবর্তে সহযোগী অধ্যাপক সাইফুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।