চবির আইন বিভাগের সঙ্গে মনুপত্র ডটকমের চুক্তি সই
- চবি প্রদায়ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগ উপমহাদেশের বিখ্যাত কেইস-ল বেইজড ডাটাবেইজ মনুপত্র ডটকমের সঙ্গে এক চুক্তি সাক্ষর হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) চবির আইন অনুষদে এক অনুষ্ঠানে এই চুক্তি সাক্ষরিত হয়।
এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়সমূহ মহূর্তের মধ্যে ডাউনলোড করে পড়ার সুযোগ পাবে। এছাড়াও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতসহ অন্যান্য আন্তর্জাতিক আদালতের রায়সমূহ ডাউনলোড করতে পারবে৷
আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাব্বি তাওহীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই চুক্তির মাধ্যমে চবির আইনের শিক্ষার্থীরা তাদের বহুল প্রতীক্ষিত ডাটাবেইজটি ব্যবহারের সুযোগ পাচ্ছে। এটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে সামনের দিনগুলোতে আইন বিভাগের শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অগ্রসর হতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
চুক্তিতে চবির আইন বিভাগের পক্ষে সাক্ষর করেন চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও মনুপত্র বাংলাদেশের পক্ষে সাক্ষর করেন প্রতিনিধি জনাব মিরাজ আহমেদ। সেসময় আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুকসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।