‘উনো’ কার্ড খেলতে গিয়ে দোকান কর্মচারীদের হামলার শিকার ঢাবি শিক্ষার্থীরা, আহত ৮

ছবিতে রবীন্দ্রসরোবর এবং ঢাবির লোগো
ছবিতে রবীন্দ্রসরোবর এবং ঢাবির লোগো  © ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডিতে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন—ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদ(২০), সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাবির দুই শিক্ষার্থী রবীন্দ্র সরোবরে ঘুরতে যান। সেখানে বসে তারা কার্ড গেম ‘উনো’ খেলছিলেন। এ সময় এক দোকান কর্মচারী তাস খেলা যাবে না বলে তাদের সেখান থেকে উঠে যেতে বলেন। তবে ওই দুই শিক্ষার্থী তাকে জানান, এটি তাস খেলা নয় তারা কেন উঠবেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

আরও পড়ুন: অনিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধের হুঁশিয়ারি

বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই কর্মচারী ঢাবির মেয়ে শিক্ষার্থীকে নিয়ে বাজে মন্তব্য করেন। বিষয়টি তারা তাদের সহপাঠীদের জানালে তারা ঘটনাটি জানতে সেখানে যান। পরে দোকান কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৮ শিক্ষার্থী গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এ ছাড়া বাকিদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 


সর্বশেষ সংবাদ