জাবির আল-বেরুনী হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত সমন্বিত হল সম্মেলন আয়োজন উপলক্ষে আল-বেরুনী হল ইউনিটের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভা ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের ডাইনিংয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে হল ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, হলে ডাইনিং, ক্যান্টিনের সমস্যা সমাধান করাসহ সাধারণ শিক্ষার্থীদের পড়ার জন্য লাইব্রেরীর ব্যবস্থা করেছে ছাত্রলীগ। এমনকি শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির সাথে ছাত্রলীগ সবসময় একাত্মতা পোষণ করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা আরও বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মী সভার মাধ্যমে হলের নেতৃত্বে যোগ্যদের প্রাধান্য দিতে হবে। এতে কর্মীদের মধ্যে নতুন স্পৃহা সৃষ্টি হবে। আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে একটি পক্ষ অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে, তা রুখে দিতে হবে। পাশাপাশি উন্নয়ন অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, তাদেরকে নেতৃত্বের সুযোগ দেওয়া হবে, যারা সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবে। ছাত্রলীগের নেতাকর্মীদের যেমন রাজপথে সজাগ থাকতে হবে, তেমনি অনলাইনেও সজাগ থাকতে হবে। যাতে দেশে স্বাধীনতাবিরোধী চক্র কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই আসন্ন নির্বাচন উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসা সম্ভব হয়। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। এছাড়া তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। তিনি বাংলাদেশকে উন্নয়নের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছেন। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে হবে। আসন্ন নির্বাচন হবে স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে যারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। এছাড়া দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
কর্মী সভায় আল-বেরুনী হল ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শরীফ মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম ও সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।