জাবির মার্কেটিং বিভাগের নতুন সভাপতি ড. আরিফুল হক

ড. মো. আরিফুল হক
ড. মো. আরিফুল হক  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী তিন বছরের জন্য তাঁকে বিভাগের সভাপতি পদে  নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, 'বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হককে ২৯ জুলাই হতে আগামী ৩৬ (ছত্রিশ) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। 

উল্লেখ্য, আরিফুল হক নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সর্বোচ্চ একাডেমিক ফলাফলের সাথে এমবিএ এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক পুরস্কার সহ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, ইউনিভার্সিটি অফ ওটাগো ডক্টরাল স্কলারশিপ, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন মেরিট স্কলারশিপ, প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল অ্যাওয়ার্ড এবং অগ্রণী ব্যাংক-রাজশাহী ইউনিভার্সিটি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড সহ আরিফ তার একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য বেশ কিছু বৃত্তি ও পুরস্কার পেয়েছেন।


সর্বশেষ সংবাদ