শরণার্থীরা যুগে যুগে আন্তর্জাতিক রাজনীতির শিকার: ঢাবি প্রো-ভিসি অধ্যাপক সামাদ

আলোচনা সভা
আলোচনা সভা  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, যুগে যুগে বিশ্বজুড়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার হচ্ছে শরণার্থীরা। এই সমস্যা সমাধানে সবার আগে পরাশক্তি সম্পন্ন দেশগুলোকে মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করতে হবে।

আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষ্যে ‘এই জনপদে শরণার্থী সমস্যা: অতীত ও বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল এন্ড সোশ্যাল স্টাডিজ (বিএসসিএসএস) এই আলোচনা সভা আয়োজন করে।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আরও বলেন, যুদ্ধ-বিগ্রহ বন্ধের মাধ্যমে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা পরিহার করতে হবে। এছাড়া, স্থানীয়ভাবে শরণার্থীদের সাহায্য-সহযোগিতা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএসসিএসএস -এর সভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার আলোচনায় অংশ নেন। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসসিএসএস-এর কোষাধ্যক্ষ অনুপম রায়।

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম মূল প্রবন্ধে বলেন, বিশ্বব্যাপী বর্তমানে ৬৮ মিলিয়ন শরণার্থী রয়েছে। শরণার্থী সমস্যা সমাধানে বৃহৎ দেশগুলোকে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি শরণার্থীদের পক্ষে বিশ্বজুড়ে জনমত তৈরির উপর তিনি গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ