রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখুন

রাবির এ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে
রাবির এ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টা থেকে শুরু হয় দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা। 'এ' ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। এ পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয়েছে সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।

‘এ’ দ্বিতীয় ইউনিটের শিফটের প্রশ্ন দেখুন-

fd9d35c3-1039-4860-9271-fb05af4a5e23

f35b6eca-f4df-4623-adcb-141c0ba66a63


সর্বশেষ সংবাদ