রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের প্রশ্ন দেখুন

রাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে
রাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টা থেকে শুরু হয় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। 'এ' ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্ন দেখুন-

9b6ffa17-0a2a-40ad-83c2-87d186350135

 

b3ecc462-1251-4a2e-81d4-8cb12f71adfc


সর্বশেষ সংবাদ