ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ঢাবির জ্যেষ্ঠ শিক্ষক হরিপদ ভট্টাচার্য

অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য
অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। আজ শুক্রবার (২৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ড. হরিপদ ভট্টাচার্য আজ সন্ধ্যার দিকে ব্রেন স্ট্রোক করেছেন। পরে তার পরিবার তাৎক্ষণিকভাবে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে সার্জারি দেওয়া হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের সিনিয়র শিক্ষক হরিপদ স্যার সাতটার দিকে স্ট্রোক করেছে। তিনি আমার সরাসরি শিক্ষক। বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসারত আছেন। ওনাকে সার্জারি করা হয়েছে এবং একই সাথে পরিবার লাইফ সাপোর্টে নেওয়ার চিন্তা করছেন। তবে ওনার সার্ভাইব করার সম্ভাবনা খুব কম।


সর্বশেষ সংবাদ