নির্ধারিত সময়েই হবে চবির ভর্তি পরীক্ষা 

নির্ধারিত সময়েই হবে চবির ভর্তি পরীক্ষা 
নির্ধারিত সময়েই হবে চবির ভর্তি পরীক্ষা   © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে (মঙ্গলবার) থেকে পূর্ব ঘোষণা অনুযায়ীই শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। এবার চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু। 

দেশে চলমান ঘূর্ণিঝড় মোখার কারণে ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ। বরিবার (১৪ মে) তিনি এসব কথা জানিয়েছেন। এর আগে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, যদি ঘূর্ণিঝড় মোখার কারণে কোন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তার কারণে পিছিয়ে যেতে পারে ভর্তি পরীক্ষার শিডিউল। শেষ মূহুর্তে এসে ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের দিকে ধাবিত হওয়ায় ভর্তি পরীক্ষার ঘোষিত সময়েই থাকার সিদ্ধান্ত জানালো চবি কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে চবির ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না আশাকরি। কেননা মোখা ইতোমধ্যেই বার্মার দিকে মুখ করেছে। 

এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু।

১৬ মে (মঙ্গলবার) ও ১৭ মে (বুধবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকাল চার শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু। 

১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল) ও ১৯ মে (শুক্রবার সকাল) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকাল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু। 

২০ মে (শনিবার) ও ২১ মে (রোববার) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু সকালের দুই শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ জন ভর্তিচ্ছু। 

২২ মে (সোমবার সকাল-বিকাল) ও ২৩ মে (মঙ্গলবার সকাল) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকাল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু। 

২৪ মে (বুধবার) ‘বি১’ উপ-ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইন্সটিটিউট ও সংগীত বিভাগ) ভর্তি পরীক্ষা শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু। 

২৫ মে (বৃহস্পতিবার) ‘ডি১’ উপ-ইউনিটের (শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ) ভর্তি পরীক্ষাও শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৩০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু। 

চবি ভর্তি পরীক্ষায় সকাল শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে। ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে ১২টায়। 

বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ২টা ১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে। 

প্রসঙ্গত, গতবছর চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে গতবার প্রতি আসনের বিপরীতে লড়েছিলেন ২৯ জন ভর্তিচ্ছু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence