বজ্রপাতে রাবির সাবেক ছাত্রের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
সাতক্ষীরা সদর উপজেলায় বজ্রপাতে মহশিন হোসেন সুমন (২৮) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ঘরচাল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি ফখরুল আলম খান।
নিহত মহশিন হোসেন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেছেন। তিনি রাজশাহীতে থাকতেন। ঈদের সময় তিনি বাড়িতে যান।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, সুমন ঢাকায় থেকে পড়ালেখা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। সোমবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুমন নিজেদের উঠানে রোদে শুকাতে দেওয়া কাঠ ঘরে তুলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে সুমন ঘটনাস্থলে নিহত হন।
সুমনের বাবা মোখলেছুর রহমান ভুট্টো জানান, দুপুরের দিকে হালকা বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। তখন সুমন বাড়ির উঠান থেকে কাঠ তুলছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। কিন্তু আজ তাকে পৃথিবী ছাড়ত হলো। আমার বুক খালি হয়ে গেল।