জাবিতে অননুমোদিত রিকশা নিষিদ্ধ, গতিসীমাও সীমাবদ্ধ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৩, ০৩:০৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে অননুমোদিত রিকশা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে সকল ধরনের যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার (কি.মি.) নির্ধারণ করা হয়েছে।
রবিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত রিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করা হলো। ক্যাম্পাসে অননুমোদিত রিকশা পাওয়া গেলে তা হাইওয়ে থানায় সোপর্দ করা হবে। এছাড়া, ক্যাম্পাসে মোটরসাইকেলসহ যন্ত্র চালিত সকল ধরনের যানবাহন চালানোর সর্বোচ্চ গতিসীমা ৩০ কি.মি. নির্ধারণ করা হলো।
আরও পড়ুন: বাবা-মায়ের একমাত্র সন্তানকে কেড়ে নিলো সড়ক দুর্ঘটনা
তবে কেবলমাত্র আইন ভঙ্গকারীকে ধরার ক্ষেত্রে নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ উক্ত গতিসীমার উর্দ্ধে মোটরসাইকেল চালাতে পারবেন। পাশাপাশি ক্যাম্পাসের দুর্ঘটনাপ্রবণ স্থানে সাইনবোর্ড স্থাপন করা এবং ক্যাম্পাসের স্পীড ব্রেকারগুলো দৃষ্টিগোচর হওয়ায় রং দেয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।