খুবিতে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন পিএইচডি ভর্তি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:২৬ AM
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহে জুলাই ২০২৩ সেশনে পিএইচডি ফেলো ভর্তি কার্যক্রম শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা:
১। সংশ্লিষ্ট/অ্যালাইড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশের অন্য কোন সরকারি/পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে অথবা অন্য কোন দেশী/বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী (যা UGC কর্তৃক সমমানের ডিগ্রী হিসেবে স্বীকৃতি থাকতে হবে)। প্রার্থীতে কমপক্ষে ১৭ বছর শিক্ষাকাল শেষ করতে হবে
২। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনকারীদের ক্ষেত্রে ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠানের ইউজিসি কর্তৃক অনুমোদনের প্রমান পত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রী অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে এস এস সি/সমমান ও এইচ এস সি/সমমানের ডিগ্রীর একটিতে প্রথম বিভাগ (সিজিপিএ ৪.00 এর মধ্যে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে ৩.৫০) এবং স্নাতক ও স্নাতকোত্ত পর্যায়ে একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৫.০০ এর মধ্যে ৩.৫০) থাকতে হবে।
৩। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
৪। থিসিসি ছাড়া স্নাতকোত্তর ডিগ্রীর ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে কমপক্ষে একটি Peer- reviewed প্রকাশনা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অফিস/খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট থেকে সংগৃহীত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করে ২ সেট আবেদনপত্র ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অফিসে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৩, বিকাল ৪টা পর্যন্ত
প্রয়োজনীয় নথি:
১. সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
২. Research Proposal-এর ১ (এক) কপি (খুলনা বিশ্ববিদ্যালয়ের Ph.D Ordinance- ২০২২ এ বর্ণিত ছক এবং নিদের্শনা মোতাবেক)। ইকটি ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে।
৩. খুলনা বিশ্ববিদ্যালয়ের Ph.D Ordinance-2022 এ বর্ণিত ছকে Consent of the Supervisor কর্তৃক যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত হতে হবে।
৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৩ (তিন) কপি । ৩.৫ (ক) বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে: জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। (খ) বিদেশী নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত
৫. প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশনার অনুলিপি ১ (এক) কপি
৬. স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে UGC কর্তৃক প্রদানকৃত Equivalenc Certificate এর কপি।
৭. চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান/নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষের সম্মতিপত্র।
আবেদন ফি: (ক) বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক লিঃ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উপর, ডি ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এর অনুকুলে ১০০০/ (এক হাজার) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
(খ) বিদেশী নাগরিকের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক লিঃ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উপর, ডি ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এর অনুকূলে ২৫ ইউএস ডলার মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।