রাবিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিজিডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৩, ০১:৪৮ PM
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একবছর মেয়াদি পিজিডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ভর্তির আবেদন শুরু হবে ২০ মার্চ ২০২৩ তারিখ হতে।
যোগ্যতা: আবেদনকারীকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০/ দ্বিতীয় শ্রেণী এবং স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষায় সিজিপিএ ২.৫০/ দ্বিতীয় শ্রেণীতে পাস হতে হবে।
কোর্সের রূপরেখা:
সেমিস্টার ১-
কম্পিউটারের মৌলিক বিষয় এবং অফিস অটোমেশন
কম্পিউটার ফান্ডামেন্টাল এবং অফিস অটোমেশন ল্যাব
সি এর সাথে প্রোগ্রামিং
সি ল্যাবের সাথে প্রোগ্রামিং
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাব
কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং ট্রাবল শ্যুটিং
কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং ট্রাবল শ্যুটিং ল্যাব
সেমিস্টার ২-
ওয়েব ডেভেলপমেন্ট এবং রক্ষণাবেক্ষণ
ওয়েব ডেভেলপমেন্ট এবং রক্ষণাবেক্ষণ ল্যাব
নেটওয়ার্ক ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ
নেটওয়ার্ক ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ ল্যাব
ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ডিজাইন এবং ডেভেলপমেন্ট
ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব প্রকল্প
কোর্সের সু্যোগ-সুবিধা: সিএসই বিভাগটি সুপরিচিত ফ্যাকাল্টি সদস্যদের দ্বারা সমৃদ্ধ। এটির সাথে সুসজ্জিত পিসি ল্যাবরেটরি রয়েছে। এছাড়া রয়েছে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা। ল্যাবরেটরিসহ সকল শ্রেণী কক্ষ আধুনিক অডিওভিজ্যুয়াল শিক্ষণ-শিক্ষা সুবিধা দিয়ে সাজানো হয়েছে। এতে সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি একটি আধুনিক কনফারেন্স রুম এবং ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে।
ভর্তি পরীক্ষা: পিজিডি-আইটি (PGD-IT) কোর্সের জন্য ছাত্রদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
ক্লাস শুরু: জানুয়ারি
ক্লাসের সময়: বিকাল ৪টা (শুক্রবার এবং শনিবার)
কোর্সের মেয়াদ: ১২ মাস (২ সেমিস্টার)
কোর্স ফি: দুই কিস্তিতে।
আবেদন প্রক্রিয়া: বিভাগীয় অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে দুপুর ১:৩০মি: পর্যন্ত ফরম প্রদান ও গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য বিভাগীয় অফিসে যোগাযোগ করুন অথবা ক্লিক করুন এখানে।