রবিউল হাসানের পদত্যাগের এক ঘন্টা পরেই চবিতে নতুন প্রক্টর

ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার
ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার  © ফাইল ছবি

প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগের ঘন্টাখানেকের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক।

আজ রবিবার (১২ মার্চ) দুপুর দুইটার দিকে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১২ মার্চ  অপরাহ্ন হতে পরবর্তী নির্দেশ না পর্যন্ত প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। 

এর এক ঘন্টা আগে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৬ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।


সর্বশেষ সংবাদ