ঢাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি, পরীক্ষা ৫ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৩, ০২:২৮ PM
২০২২-২৩ শিক্ষাবর্ষে দুর্যোগ ব্যবস্থাপনা প্রফেশনাল প্রোগ্রামে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা ২.৫০ সিজিপিএ নিয়ে স্নাতক পাস হতে হবে। ইউজিসি অননুমোদিত কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রি সহ একজন আবেদনকারীকে অযোগ্য বলে গণ্য করা হবে।
ভর্তি পরীক্ষা: ৫ মে ২০২৩, শুক্রবার ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ভবনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে)।
আবেদনের সময়সীমা: ১ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৩
আবেদন ফি: ১২,০০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে সরাসরি যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তাুরিত জানতে ক্লিক করুন এখানে।