শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে যেতে হবে: ঢাবি ভিসি

গ্রন্থাগার দিবসে ঢাবির আয়োজিত শোভাযাত্রা
গ্রন্থাগার দিবসে ঢাবির আয়োজিত শোভাযাত্রা  © টিডিসি ফটো

গ্রন্থাগারমুখী হওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বই পড়তে যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জ্ঞান চর্চা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে যেতে হবে। গ্রন্থাগারের জ্ঞান ভান্ডার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন: মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন চবির চারুকলা শিক্ষার্থীরা।

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সকল বিভাগ ও ইনস্টিটিউটের গ্রন্থাগারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও এর সদ্ব্যবহারের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

স্মাট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য ধারণ করে এই শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মান্নান এবং অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক বক্তব্য রাখেন। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।


সর্বশেষ সংবাদ